প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর সই জালিয়াতি করে চাকরির আবেদন। গ্রেফতার যুবক। ঘটনাটি কর্ণাটকের বেলাগাভির। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় কুমার। একটি বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তিনি। সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের রেজিষ্ট্রারার ডাকে একটি চাকরির সুপারিশ পত্র পান। সেই সুপারিশে সই রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর। এবাং আরও আশ্চর্যের বিষয় হল সুপারিশের চিঠিটি পিএমও অফিসের লেটারহেডে লেখা। সেই চিঠিতে হাইকোর্টের টাইপিং পোস্টের জন্য সঞ্জয় কুমারের নাম সুপারিশ করা হয়েছে।
বিষয়টি নিয়ে খটকা লাগায়, ভিজিল্যান্স দফতরের কাছে পাঠানো হয়। তারপরেই নকল চিঠির সমস্ত কারিগরী ফাঁস হয়ে যায়। চিঠির ঠিকানা ধরে পুলিশ বেলাগাভী থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সঞ্জয়ের দাবি, বহুবার চেষ্টা করেও সরকারি চাকরি জোটাতে পারেনি। অনেকেই আবার টাকার বিনিময়ে চাকরির প্রলোভনও দেখিয়েছেন। কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা নেই তার। তাই বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর সই জাল করে নকল শংসাপত্র বানিয়েছেন।
Be the first to comment