শুক্রবার কর্ণাটকের কিচ্চাগুট্টি মারাম্মা মন্দিরে ভক্তদের অনেকের মনে হয়েছিল প্রসাদ থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। কিন্তু তারপরেও সেই প্রসাদ খেয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ১১ জন মারা গিয়েছেন। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৮০ জন। স্থানীয় গ্রামবাসীরা বলেছেন, মন্দিরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই তুতো ভাইয়ের ঝগড়া চলছে। এক ভাইয়ের সমর্থকই নাকি প্রসাদে পোকা মারার বিষ মিশিয়ে দিয়েছিল।
ওই মন্দির তামিলনাড়ুর সীমান্তের কাছে অবস্থিত। কর্ণাটকের কোল্লেগাল তালুকের বিদারাহল্লি, মেলাথুর এবং দোদ্দানি অঞ্চল থেকে বহু ভক্ত তামিলনাড়ুর মেলমারাভাথুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁরা সুলিভাদি গ্রামের কিচ্চাগুট্টি মারাম্মা মন্দিরে পুজো দিতে আসেন। প্রসাদ খেয়ে তাঁদের অনেকের পেটে যন্ত্রণা শুরু হয়। কেউ কেউ বমি করতে থাকেন। স্থানীয় মানুষ তাঁদের কামাগেরের হোলি ক্রস হাসপাতাল এবং কোল্লেগাল জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালেই ১১ জনের মৃত্যু হয়। পরে শোনা যায়, প্রসাদের ফেলে দেওয়া পাতা থেকে খেয়ে কয়েকটি কাকও মারা গিয়েছে।
কয়েকজন গ্রামবাসী বলেন, ওই মন্দিরের অছি পরিষদের মাথায় আছেন চিন্নাপ্পা নামে এক ব্যক্তি। তিনি মন্দিরের একটি অংশ নতুন করে নির্মাণের কাজে হাত দিয়েছেন। তার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য গুরুস্বামী নামে একজনকে আমন্ত্রণ করে এনেছিলেন। দেবানাত্তি নামে চিন্নাপ্পার এক তুতো ভাই বহুদিন ধরেই তাঁর শত্রুতা করে আসছিলেন। তিনি নিজে ওই অছি পরিষদের মাথায় বসতে চাইতেন। গ্রামে তিনি চিন্নাপ্পার বিরোধী গোষ্ঠীর নেতা। তাঁরই এক ঘনিষ্ঠ মন্দিরের প্রসাদে কীটনাশক মিশিয়ে দিয়েছিল।
প্রসাদ খেয়ে অতজন অসুস্থ হয়ে পড়েছেন শুনে দ্রুত চামরাজনগর জেলা পুলিশের ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে হাজির হন। অসুস্থদের চিকিৎসার জন্য আশপাশের জেলা থেকে ডাক্তারদের ডেকে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানান, অসুস্থদের যাতে যথাযথ চিকিৎসা হয় সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন।
তাঁর কথায়, বেলাগাভি থেকে ফেরার পথে আমি ওই ঘটনার কথা জানতে পারি। আমাদের বিধায়ক পুত্তারাজু ঘটনাস্থলে গিয়েছেন। আমাদের কাছে খবর আছে, খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। ওই খাবার পরীক্ষা করে দেখা হচ্ছে। এর পিছনে যারাই থাকুক না কেন শাস্তি পাবে।
Be the first to comment