কর্ণাটকে বিধানসভা দখলে ফলাফল ঘোষণার পরবর্তী পর্যায়ের রাজনৈতিক যুদ্ধ কার্যত তুঙ্গে। এদিন, জেডিএস-এর তরফে কুমরস্বামী একটি সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি তোলেন। তাঁর অভিযোগ, জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকা দিয়ে ‘কেনার’ চেষ্টা করছে বিজেপি। কুমারস্বামী জানিয়েছেন, বিভিন্ন জেডিএস বিধায়কদের মন্ত্রীত্ব পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। এর বদলে ওই জেডিএস বিধায়কদের যেতে হবে বিজেপি শিবিরে। এমনই প্রস্তাব পদ্ম শিবির থেকে এসেছে বলে।
এদিকে, আজ বিজেপি শিবিরের প্রতিনিধিরা রাজ্যপাল বাজু বালার সঙ্গে দেখা করেন । বৈঠকে থেকে বেরিয়ে ইয়েদুরপ্পা জানান,’পার্টি আমাকে পছন্দ করেছে (মুখ্যমন্ত্রীত্বের জন্য)। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আরতিনি আমাকে ডেকে পাঠাবেন, বলে আমার আশা। আমার আশা তিনি একটি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। রাজ্যপালের থেকে চিঠি আমারকাছে পৌঁছলেই আমরা জানাব। ‘
Be the first to comment