কর্নাটকে কংগ্রেস ও জেডিইউয়ের সরকার গঠিত হওয়ার পরে গত সপ্তাহে ভোট হয়েছিল ১০২ টি পুরসভায়। সোমবার তার গণনা অর্ধেক শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে, সামান্য এগিয়ে আছে কংগ্রেস। কর্নাটকে এই ভোটের ফল রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী লোকসভা ভোটের আগে এই পুরভোটেই বোঝা যাবে ভোটদাতারা কোন দলকে পছন্দ করছেন। সেদিক থেকে বলা যায়, এগিয়ে আছে কংগ্রেসই।
পুরভোটে অবশ্য সরকারের দুই শরিক কংগ্রেস ও জেডি ইউ ঐক্যবদ্ধ হয়ে লড়েনি। কিন্তু কোনও দল যদি গরিষ্ঠতা না পায়, তা হলে দুই দল জোট বেঁধে নানা জায়গায় পুরভোট গড়বে। এবার পুরভোটে প্রার্থী ছিলেন ৮০০০ জন। বন্যার জন্য কোদাগু জেলার তিনটি শহরে ভোট হয়নি।
Be the first to comment