এছাড়াও, সিটি কর্পোরেশনে মোট ১৩৫টি ওয়ার্ডের মধ্যে BJP জয় পেয়েছে ৫৪টি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে এসেছে ৩৬টি ও JD(S) জিতেছে ৩০টি ওয়ার্ড। নির্দলরা জিতেছে ১৪টি ওয়ার্ড। অন্যদিকে, শহরের পৌরসভায় ৯২৭টি আসনের মধ্যে BJP জিতেছে ৩৭০টি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছে ২৯৪টি ওয়ার্ড। JD(S) জিতেছে ১০৬টি ওয়ার্ড ও নির্দলের দখলে এসেছে ১২৩টি ওয়ার্ড।
পাশাপাশি নগর পৌরসভায় ১২৪৭টি আসন। এখানে জোর ধাক্কা খেয়েছে BJP। তাদের আসন ৩৭৫টি। কংগ্রেস জিতেছে ৫১৪টি ওয়ার্ডে। JD(S)-এর দখলে এসেছে ২১০টি ওয়ার্ড। নির্দল জিতেছে ১৩৫টি ওয়ার্ড। নগর পঞ্চায়েতে ৩৫৫টি আসন। BJP জয়ী হয়েছে ১৩০টি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে এসেছে ১৩৮টি ওয়ার্ড। JD(S) জিতেছে ২৯টি ও নির্দলরা পেয়েছে ৫৭টি আসন।
উল্লেখ্য, ২০১৩ সালে মোট ৪৯৭৬ আসনে পৌরভোট হয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১৯৬০টি আসন। BJP ও JD(S) পেয়েছিল ৯০৫টি করে আসন। বাকি আসন গেছিল নির্দলের দখলে।
ফলাফল বেরোনোর পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কর্নাটকের মানুষকে ধন্যবাদ জানান।
Be the first to comment