চিনি তৈরির কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। মত্যু হল কারখানার ৬ কর্মীর। গুরুতর আহত আরও ৫। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, কারখানার তিনতলা বিশিষ্ট বাড়িও পুরোপুরি ভেঙ্গে পড়ে।
রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের বগলকোট জেলার মুধোলের কুলাল্লি গ্রামের নিরানি কারখানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চিনিকলের ডিস্টিলারি ইউনিটে প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। সেসময় বিস্ফোরণটি হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধারকার্য। ৬ জনরে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দেহগুলি এত বিভৎস ভাবে পুড়ে গেছে ডিএনএ পরীক্ষা ছাড়া সনাক্ত করাও অসম্ভব। আহতদের অবস্থাও সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে তদন্তের জন্য।
মৃতদের পরিবার পিছু এবং আহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অন্য শ্রমিকরা।
Be the first to comment