রোজদিন ডেস্ক:-
গত ২১ সেপ্টেম্বর বেঙ্গালুরু ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মহালক্ষী নামে এক তরুণীর ৩০ টুকরো করা দেহ। দেহটি রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। অবশেষে হদিস মিললো অভিযুক্তের। তবে এখনই খলসা করে জানাচ্ছেন না কর্নাটকের মন্ত্রী। কিন্তু তিনি দাবি করেছেন অভিযুক্ত পশ্চিমবঙ্গের বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে সঠিকভাবে গ্রেফতার করা হয়নি।
কর্ণাটকের পুলিশ মন্ত্রী জি পরমেশ্বর জানান, পশ্চিমবঙ্গের এক ব্যক্তি কে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। মৃতদেহ উদ্ধারের পরে কর্নাটকের পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছিলেন, তদন্ত চলছে এবং মূল অভিযুক্ত কর্নাটকের নয়।
২৯ বছরের মহালক্ষ্মী বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি এক কামরা ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি বিবাহিত ছিলেন কিন্তু স্বামীর সাথে থাকতেন না। দেহ উদ্ধারের দিন তার স্বামী ছুটে আসেন খবর পেয়ে। পুলিশ সূত্রের খবর দেহ মেলার বেশ কিছুদিন আগেই তাকে হত্যা করা হয়েছিল।
Be the first to comment