সোয়াইন ফ্লু বা এইচওয়ানএনওয়ান ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে কর্নাটকে। ইতিমধ্যে গত পাঁচ দিনে সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে। সব মিলিয়ে কর্নাটকে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে এই বছর।
রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে. গত ১৯ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ৪৫৬টি রক্তের নমুনার মধ্যে ১০২ জনের রক্তে এইচওয়ানএনওয়ান পাওয়া গেছে। তার আগেও অনেকগুলি রক্তের নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। এই ভাবে রাজ্যে সোয়াইন ফ্লু ছড়ানোয় উদ্বিগ্ন কর্নাটক সরকার। স্বাস্থ্যকর্মীদের বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতা প্রচার করার জন্য। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলা হয়েছে কর্মীদের। সচেতনতা শিবিরও করতে বলা হয়েছে।
দিন কয়েক আগে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে কলকাতায় এক জনের মৃত্যু হয়। এই ভাইরাল অসুখ মারাত্মক সংক্রামক। বায়ুবাহিত এই ফ্লু সহজেই আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে বাতাসে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির কাছে গেলে অবশ্যই মুখে মাস্ক পরে যাওয়া উচিত। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসে হাত দিতে গেলে গ্লাভস পরা উচিত।
সোয়াইন ফ্লু আদতে শুয়োর থেকে আসে। তবে মানুষের শরীরে সংক্রমণ ঘটে অন্য কোনও আক্রান্ত মানুষ থেকেই। প্রাথমিক লক্ষণ হলো জ্বর ও শ্বাসকষ্ট। পরে অনেক সময়েই তা নিউমোনিয়া ও শেষে সেপসিসে পরিণত হয়। ঠিক সময়ে ধরা পড়লে অনেক ক্ষেত্রে সেরে যায় সোয়াইন ফ্লু।
Be the first to comment