কর্নাটক ও উত্তরপ্রদেশে জারি ১৪৪ ধারা

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশজুড়ে মিছিল করবে একাধিক সংগঠন ৷ তার আগে ১৪৪ ধারা জারি করলো উত্তরপ্রদেশ পুলিশ ৷ উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ও পি সিং টুইট করে একথা জানিয়েছেন ৷ কোনও জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না ৷ পরিষ্কার করে দিয়েছেন তিনি ৷

ও পি সিংয়ের বার্তা, ১৪৪ ধারা জারি হয়েছে ৷ কোনওরকম জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ৷ অনুগ্রহ করে এসব করবেন না ৷ অভিভাবকদের কাছে আবেদন, নিজের সন্তানকে এসব থেকে বিরত রাখুন ৷ যদিও ১৪৪ ধারা জারি গোটা রাজ্যে না কি কয়েকটি জেলায় হয়েছে তা পরিষ্কার করেননি পুলিশ প্রধান ৷

বিজেপি শাসিত কর্নাটকেও জারি করা হয়েছে 144 ধারা ৷ যা রাজধানী বেঙ্গালুরু সহ একাধিক জেলায় জারি থাকবে ৷ সকাল থেকে বেঙ্গালুরুর একাধিক জায়গায় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেকারণে সতর্ক পুলিশ প্রশাসন ৷ প্রচুর জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷

CAA পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতায় দেশের নানা জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে ৷ অসম, দিল্লি ও পশ্চিমবঙ্গে CAA বিরোধী আন্দোলন হয়েছে ৷ পশ্চিমবঙ্গ ও দিল্লিতে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ৷ তবে প্রতিবাদ হলেও নিজেদের অবস্থানে অনড় কেন্দ্রীয় সরকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*