এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর পাঠানো সমন খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কার্তি চিদম্বরম। মঙ্গলবার মামলার শুনানি হবে। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ৬ মার্চ পর্যন্ত তিনি সিবিআই হেপাজতে রয়েছেন। সোমবার কার্তি চিদম্বরমের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে বলেন, কার্তিকে হেপাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, কার্তি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি। তাই কার্তি চিদম্বরমের সিবিআই হেপাজতের প্রয়োজন নেই।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমকে। ৬ মার্চ পর্যন্ত CBI হেপাজতে রয়েছেন কার্তি। ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে কার্তি চিদম্বরম এবং ওই মিডিয়ার দুই কর্ণধার পিটার ও ইন্দ্রাণী মুখার্জির বিরুদ্ধে। অভিযোগ, ছাড়পত্র পেতে সাহায্যের জন্য ২০০৭ সালে বেআইনিভাবে ৩০৫ কোটি টাকা নিয়েছিলেন কার্তি।
Be the first to comment