একুশের বিধানসভা নির্বাচনে ঘাসফুলের টিকিট আউশগ্রাম থেকে লড়তে চান বিখ্যাত বাউল শিল্পী কার্তিক দাস বাউল। তৃণমূলে যোগ দিয়ে খোলা মনেই সেই ইচ্ছের জানালেন তিনি। বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কার্তিক দাস বাউল।
তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কার্তিক দাস বাউলের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন লক্ষ্মণ দাস বাউলও। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর কার্তিক দাস বাউল জানান, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ও সেবার মনোভাব তাঁর ভালো লাগে। জাতপাত তিনি বোঝেন না। লালনের গান গেয়ে দীর্ঘদিন ধরে মানুষের মনোরঞ্জন করেন।
তাই বুঝেছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত হাত প্রয়োজন। সেই কারণেই তৃণমূলে যোগদান। আসন্ন নির্বাচনে আউশগ্রামে টিকিট পেলে ভালো হয় বলে জানিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী। কার্তিক দাস বাউল বলেন, আউশগ্রাম হলে ভাল হয়। গুসকরায় আমার বাড়ি। আমি আশপাশের সব গ্রাম চিনি। সবাই আমায় চেনেন।
তবে তাঁর নিজের জনপ্রিয়তাও যে কোনও অংশে কম নয়, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন কার্তিক দাস বাউল। তিনি বলেছেন, বিগবসে (বাংলা) পাঁচ কোটি লোক তাঁকে দেখেছেন। তা ছাড়া সারেগামাপা-এর মঞ্চও আলাদা করে পরিচিতি দিয়েছে।
Be the first to comment