তামিল নেতা এম করুণানিধির মৃত্যুতে বুধবার প্রথা ভেঙে সংসদের অধিবেশন বন্ধ রাখা হল। সাধারণত সংসদের কোনও সদস্য অথবা প্রাক্তন সদস্য মারা গেলে অধিবেশন বন্ধ রাখা হয়। করুণানিধি বিধায়ক হয়েছিলেন ১৩ বার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন পাঁচবার। কিন্তু সংসদের সদস্য কখনও ছিলেন না।
মঙ্গলবার করুণানিধির মৃত্যুর পরে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, এক দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। অভিনেতা শত্রুঘ্ন সিনহা শোকবার্তায় বলেন, করুণানিধির আত্মার শান্তি কামনা করি। আমি তামিলনাড়ুর জনগণের উদ্দেশে আহ্বান জানাই, শান্তি বজায় রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রমুখ অনেকেই তামিলনাড়ুতে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাই গিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় করুণানিধির শেষকৃত্য হবে।
Be the first to comment