মাসানুর রহমান,
গত দু’দিন আগেই কাশ্মীরে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত পরিস্থিতি দেখে তিনি বলেছিলেন ছ’মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। আর মাত্র দুদিন পরেই ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। আজ অর্থাৎ রবিবার সকালে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় বুদগাঁও জেলায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রুটিন তল্লাশিতে চলছিল এ দিন সকালে। বুদগাঁওয়ের একটি গ্রামে ঢুকতেই নিরাপত্তাবাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনারাও। আরোও জানা যায়, এ দিনের এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। এবং তার দেহ উদ্ধার করা হয়েছে। কাশ্মীরের পুলওয়ামা কান্ডের পর থেকে প্রায়ই সীমান্তে লেগে আছে সেনা-জঙ্গি লড়াই।
Be the first to comment