কাশ্মীরে শান্তি বজায় রাখতে জঙ্গিদের বিচ্ছিন্ন করাই একমাত্র লক্ষ্যঃ দিলবাগ সিং

Spread the love

সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপথে চালিত করে জঙ্গিরা। তাদের রুখতে সচেষ্ট জম্মু কাশ্মীর পুলিশ। রবিবার একথা জানালেন ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ দিলবাগ সিং। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আইন-শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদও জানান।

ডিজিপি বলেন, রাজ্য পুলিশ, আধা সেনা ও সেনা দারুণ কাজ করেছে। সেইসঙ্গে রাজ্যের মানুষের সহযোগিতাও ভোলা যাবে না। তাঁর কথায়, রাতের অন্ধকারে সুনসান রাস্তায় কারোর পায়ের শব্দ পেলেই সতর্ক হয়ে যেতেন CRPF জওয়ানরা। সজাগ হয়ে থাকতেন, যাতে কাশ্মীরের কোথাও কোনও সমস্যা না হয়। কয়েকজন জওয়ানের কাজ শেষও হত না। রাত তাঁদের কাছে হয়ে উঠত আরও চ্যালেঞ্জিং। সকালে শুরুটাও হয়তো টহলদারি চালিয়ে।

উল্লেখ্য, ৫ অগাস্ট ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়। সেদিন থেকে কাশ্মীরে নিরাপত্তা কড়াকড়ি করে প্রশাসন। যদিও ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে কিছু বলতে চাননি দিলবাগ। তাঁর কথায়, আশা করি এবার রাজ্যে ইতিবাচক উন্নয়নের ধারা বইবে। সাধারণ মানুষও এর ভালো দিকটা গ্রহণ করবে। পাশাপাশি এদিন পুলিশ ফোর্সের প্রধান হিসেবে নিজের কর্তব্যের কথাও জানান দিলবাগ। তিনি বলেন, পাকিস্তান থেকে জঙ্গিরা এসে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। আমরা জঙ্গিদের উপর চাপ তৈরি করে তা রুখবো। সেইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলাও রক্ষা করাও আমাদের কর্তব্য।

আরও পড়ুন : সোমবার থেকে কাশ্মীরে খুলবে স্কুল-কলেজ; আংশিক চালু টেলিফোন, ইন্টারনেট

গত 13 দিনে সেভাবে কাশ্মীরকে উত্তপ্ত হতে দেখা যায়নি । যদিও পুলিশকর্তা জানান, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল । কয়েকজন সাধারণ নাগরিক ও পুলিশ আহত হয়েছিল । তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*