রণক্ষেত্র কাশ্মীর, বিএসএফের গাড়ি জ্বালালো উত্তেজিত জনতা

Spread the love

উত্তপ্ত কাশ্মীর৷ বিএসএফের গাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা৷ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায় এই ঘটনা ঘটেছে৷ এক নাগরিকের সঙ্গে বিএসএফের গাড়ির ধাক্কা লাগায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

বর্ডার সিকিওরিটি ফোর্স সূত্রে খবর, বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে৷ বিএসএফের গাড়ির চালকও এই ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ জানা গিয়েছে, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল৷ তখনই একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে৷

প্রাইভেট গাড়ির যাত্রীরা বচসা শুরু করে৷ পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গণ্ডগোল শুরু হয়৷ উত্তেজনা ছড়ায়৷ এরই মাঝে আচমকাই উত্তেজিত জনতা বিএসএফের গাড়িগুলির বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন গতির অভিযোগ তোলে৷

তারপরেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ চালকদের কোনও রকমে বের করে আনা হয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*