ফের জঙ্গিদের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ল শ্রীনগরে। মঙ্গলবার সকালে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্যর সৈয়দ গেটের সামনে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। কলেজ গেটে সে সময় দাঁড়িয়েছিলেন বহু মানুষ। ছিলেন ছাত্রছাত্রীরাও। বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে।
এর আগে শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলা ঘটিয়েছিল জঙ্গিরা। আহত হয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ান। ফের গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয় সোপোরের একটি বাসস্ট্যান্ডে। আহত হন অন্তত ১৫ জন।
গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা উত্তেজনার খবর আসছিল। বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর গত দু’মাসের মধ্যে এই নিয়ে চারবার গ্রেনেড হামলা হল উপত্যকায়।
Be the first to comment