মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের স্বাভাবিক হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ৷ ১৪৫ দিন পর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিলে ফের ইন্টারনেট পরিষেবা সচল করা হয় ৷ চার মাস আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ তকমা তুলে নেয় কেন্দ্র সরকার ৷ জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙা হয় ৷ একটি হল জম্মু ও কাশ্মীর ও অন্যটি লাদাখ ৷
জম্মু ও কাশ্মীরের বিশেষ তকমা তুলে নেওয়ায় অশান্তি শুরু হয় উপত্যকা জুড়ে ৷ তখনই মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্র ৷ কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয় দেশের সঙ্গে জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য এই বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত ৷
যে কোনও রকমের অশান্তি এড়াতে কেন্দ্র থেকে জম্মু ও কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয় ৷ গৃহবন্দী হন কয়েকজন রাজনীতিবিদও ৷ এছাড়াও ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে নিরাপত্তা শিথিল করা হয় ৷ কিন্তু এত দিন পর্যন্ত বন্ধই ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা ৷ শুক্রবার থেকে ফের সচল করা হল ইন্টারনেট পরিষেবা ৷
Be the first to comment