কাশ্মীরে প্রায় প্রতিদিনই জঙ্গি বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নামতে হচ্ছে ভারতীয় বাহিনীকে। বুধবারও ফের একই ঘটনা। যেন আগের দু দিনেরই পুনরাবৃত্তি। সাতসকালে শুরু এনকাউন্টার। এবার ঘটনাস্থল সোপিয়ান জেলার সুগোও এলাকা। জানা গিয়েছে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে বাহিনীর। জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে এই অপারেশন চালাচ্ছে বলে জানা গিয়েছে।
এর আগে মঙ্গলবারও সোপিয়ান জেলায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার চলে। সোমবারেও সাতসকালে শুরু হয় এনকাউন্টার। সোপিয়ানের পিঞ্জোরা এলাকায় শুরু হয় গুলির লড়াই।
রবিবার দিনের শুরু থেকেই সেনা-জঙ্গি লড়াই নিয়ে উত্তপ্ত ছিল জম্মু ও কাশ্মীর। পরে জানা যায়, টানা গুলির লড়াইয়ের পর পাঁচজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার এ প্রসঙ্গে জানিয়েছিলেন, এদিনের অপারেশনে পাঁচজন জঙ্গি নিহত হয়েছেন তবে তাঁদের কারোর পরিচয় বা কোন দলের সঙ্গে যুক্ত তা জানা যায়নি।
সূত্রের খবর, ওই পাঁচজনের মধ্যে টপ কম্যান্ডার আছেন তবে মনে করা হচ্ছে তাঁরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের অংশ ছিলেন। শুক্রবারেও কাশ্মীরের রাজৌরির কালাকোটে বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি। খবর মোতাবেক, বৃহস্পতিবার রাতে এই এনকাউন্টারে ওই জঙ্গিকে নিকেশ করা হয়। এর আগে পয়লা জুন সীমান্ত পেরিয়ে ভারতে আসার চেষ্টা বানচাল করে সেনা। তিন জঙ্গি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল বলে সেনা সূত্রে খবর। জম্মু কাশ্মীরের নৌসেরা সেক্টরের রাজৌরি জেলার ঘটনা। তিন জঙ্গিকেই নিকেশ করে ভারতীয় জওয়ানরা।
সেনার এক শীর্ষ আধিকারিক জানান পুঞ্চ ও রাজৌরি জুড়ে তল্লাশির মাত্রা বাড়ানো হয়েছে। বিভিন্ন গ্রামে চলছে টহলদারি। অন্যদিকে পৃথক ভাবে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরের হীরানগর এলাকায় তল্লাশি চালানো হয়।
Be the first to comment