তীর্থের পথে ফের দুর্ঘটনা। মঙ্গলবার কাশ্মীরের কিশতয়ার জেলায় তীর্থযাত্রীদের গাড়ি উল্টে পড়ল চন্দ্রভাগা নদীতে। গাড়িটি যাচ্ছিল চণ্ডীমাতার মন্দিরে। দুর্ঘটনায় অন্তত ১১ জন মারা গিয়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে। অলৌকিকভাবে বেঁচে গিয়েছে এক পাঁচ বছরের শিশু।
মাত্র ২৪ ঘন্টা আগেই ওই এলাকায় আর একটি দুর্ঘটনা হয়েছে। তীর্থযাত্রী বোঝাই একটি মিনিবাস যখন থাতরি থেকে কিশতয়ার যাচ্ছিল, রাস্তায় ধস নামে । একটি পাথরের চাঙড় পড়ে বাসের ওপরে । সাতজন ঘটনাস্থলে মারা গিয়েছেন । আহত হয়েছেন ১১ জন ।
চণ্ডীমাতার মন্দিরের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হয়েছে ২৫ জুলাই। এখনও পর্যন্ত দেড় লক্ষ তীর্থযাত্রী দেবী দুর্গার মন্দিরে পুজো দিয়েছেন। মঙ্গলবার যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি কিশতিয়ার থেকে পেদ্দারের দিকে যাচ্ছিল। যেখানে গাড়িটি চন্দ্রভাগা নদীতে পড়েছে, জায়গাটি কিশতিয়ার শহর থেকে ২৮ কিলোমিটার দূরে।
Be the first to comment