সারা দেশের পাশাপাশি কাশ্মীর উপত্যকাতেও পালিত হচ্ছে ঈদ। মানুষ যাতে শান্তিতে ঈদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ঈদ উপলক্ষে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শ্রীনগর সহ গোটা কাশ্মীরকে। সামনে এসেছে ঈদের নামাজ শেষে নিরাপত্তারক্ষী ও পুলিশদের সঙ্গে স্থানীয়দের শুভেচ্ছা বিনিময় ও আলিঙ্গনের ছবি। স্থানীয়দের নামাজ পড়ার ব্যবস্থা করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দিকেও নজর দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, শনিবার কারফিউ শিথিল করার পর বহু মানুষ শ্রীনগরে ঈদের কেনাকাটায় যোগ দেন। ঈদ উপলক্ষ্যে আজও কাশ্মীরের অনেক দোকানপাট খুলেছে। যদিও কাশ্মীরে ফের ১৪৪ ধারা জারির পাশাপাশি মোবাইল, ল্যান্ডলাইন ও ইন্টারনেট পরিষেবা এখনও উপত্যকায় চালু হয়নি। তবে ঈদে পরিবারের সবাইকে যাতে সাধারণ মানুষ শুভেচ্ছা জানাতে পারেন, তার জন্য ৩০০টি বিশেষ টেলিফোন বুথের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এ ছাড়া গতকালই কাশ্মীরের জন্য নতুন হেল্পলাইন নম্বর (9469793260) চালু করেছে CRPF ।
কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে এবং রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর গত সপ্তাহ থেকেই জম্মু ও কাশ্মীরের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। এর ফলে ঈদ উপলক্ষে বড় মসজিদগুলিতে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কাশ্মীরে ১৪৪ ধারা ফের জারি করা হলেও জম্মুতে তা তুলে নেওয়া হয়েছে। এদিকে গত শুক্রবারের নমাজ শান্তিপূর্ণ ভাবেই মিটিয়েছিল প্রশাসন।
Be the first to comment