সামনে এলো কাশ্মীরের পুরভোটের ফলাফল; পড়ুন বিস্তারিত!

Spread the love
(ছবি সৌজন্যে- এএনআই)
জঙ্গি হানার ভয়ে চার দফায় পুরভোট হয়েছিল কাশ্মীরের বিভিন্ন শহরে। তাও খুব কম সংখ্যক মানুষই এসেছিলেন ভোট দিতে। শনিবার ভোটগণনা শুরু হতে দেখা গেল, দক্ষিণ কাশ্মীরে ভালো ফল করেছে বিজেপি। সেখানকার অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও শোপিয়ান, এই চার জেলায় ১৩২ টি ওয়ার্ডে ৫৩ টি পেয়েছে গৈরিক ব্রিগেড। এর ফলে চার জেলায় অন্তত ২০টি পুরবোর্ডের দখল নিতে পারবে তারা।
দক্ষিণ কাশ্মীরে মোট ৯৪ টি আসনের ফল শনিবার সন্ধ্যা অবধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ২৮টি পেয়েছে কংগ্রেস। তারা অন্তত তিনটি পুরসভা দখলে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে। শোপিয়ান জেলায় ১২ টি ওয়ার্ডে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। দেবসর মিউনিসিপ্যাল কমিটিতে আটটি আসনের সবকটি পেয়েছে বিজেপি। কাজিগুন্দ মিউনিসিপ্যাল কমিটিতে সাতটির মধ্যে চারটি পেয়েছে গৈরিক ব্রিগেড। পহেলগাওঁ পুরসভায় ১৩ টি আসনের মধ্যে সাতটিতে তারা জিতেছে।  বাকি ছটি আসনে কোনও প্রার্থীই ছিল না।
দরু পুরসভা প্রদেশ কংগ্রেস সভাপতি জি এ মিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানে কংগ্রেস ১৭ টি আসনের মধ্যে ১৪ টি জিতেছে বটে কিন্তু বিজেপিও জিতেছে দুটি।  কোকেরনাগ পুরসভার আটটি আসনের মধ্যে ছটি জিতেছে কংগ্রেস। ইয়ারিপরায় কংগ্রেস পেয়েছে তিনটি। নির্দলরা পেয়েছে সব মিলিয়ে ১৩টি আসন।
অনন্তনাগ ও মাত্তানে গণনা চলছে সন্ধ্যাতেও। ফলাফল জানা যাবে গভীর রাতে।  বাদগাওঁ মিউনিসিপ্যাল কমিটিতে জিতেছে কংগ্রেস।  চারার ই শরিফে জিতেছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*