গরম গরম কথা না বলে কীভাবে কাশ্মীরে উত্তেজনা কমানো যায়, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসুন, ইমরান খানকে জানালেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইমরানের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আমেরিকা ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতা বাড়ানোর ওপরে জোর দেন।
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর মোদীর সাথে কথা বলার পরই ইমরানকে ফোন করেন ট্রাম্প। তাঁকে বলা হয়, কাশ্মীর নিয়ে এমন কোনও বিবৃতি দেবেন না যাতে উত্তেজনা বাড়ে। জম্মু-কাশ্মীরে উত্তেজনা কমানো দরকার। তবে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে ট্রাম্প দু’বার ইমরানকে ফোন করলেন।
Be the first to comment