মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার কথা আর ভাবছেন না তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা একথা জানান। তিনি বলেন, কাশ্মীর নিয়ে আমেরিকার মধ্যস্থতা করার কোনও উল্লেখই নেই, বরং বলা আছে, এ বিষয়ে ভারত ও পাকিস্তান দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানসূত্র খুঁজে বের করুক।
“প্রেসিডেন্ট ট্রাম্প খুব স্পষ্ট এদিন জানান যে জম্মু ও কাশ্মীরের মধ্যস্থতা করার তাঁর প্রস্তাব গ্রহণের বিষয়টি ভারত এবং পাকিস্তান, উভয় দেশের উপরেই নির্ভরশীল। যেহেতু এই মধ্যস্থতার প্রস্তাব ভারত গ্রহণ করেনি, তাই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটি আর বিবেচনার মধ্যে নেই বিশেষ সূত্রে এমনটাই জানা গেছে।
২২ জুলাই, হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাম্প ভারতকে হতবাক করে দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে তাঁর মধ্যস্থতা চেয়েছিলেন।
Be the first to comment