কাশ্মীরের দ্রাসে আটকে বাঙালি পর্যটকরা। লেহ থেকে শোনমার্গ আসার পথে ধসে আটকে পড়েছেন পর্যটকরা। মঙ্গলবার বিকেলে কার্গিল থেকে দ্রাসের দিকে যাওয়ার সময় কুখ্যাত শয়তানি নালা নামে একটি জায়গায় বড়সড় ধস নামে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে আটকে পড়েছেন এরাজ্যের ৬ পর্যটক। তাঁরা কোন্নগরের বাসিন্দা। আটক পর্যটকদের উদ্ধার করে দ্রাসে আনা হয়েছে। কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ রাখছে স্থানীয় প্রশাসন।
এদিকে রাজ্যের পর্যটকদের এই বিপদের কথা জানতে পেরে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কাশ্মীরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে রাজ্যের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সেইমতো, আটকে পড়া যাত্রীদের রাজ্যে ফেরাতে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অনুরোধও করা হয়েছে।
ইতিমধ্যেই, উদ্ধারকার্যে নেমেছে সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন(বিআরও)। নবান্ন সূত্রে খবর, কার্গিলের ডেপুটি কমিশনার জানিয়েছেন, পর্যটকরা সুস্থ আছেন। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২টি হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। নাম্বার গুলি হল ০৩৩-২২৩৫৮২৭১, ০৩৩-২২২৫৮২৭২
Be the first to comment