কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ, কেন্দ্র পাশে পেলো একাধিক বিরোধী দলকে

Spread the love

সোমবার রাজ্যসভায় Article ৩৭০ রদের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এর জেরেই অশান্ত হয় সংসদ। রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ তবে বিরোধী দলের সাংসদদের হট্টগোলের মাঝেই উল্টো সুর বেশ কিছু বিরোধীদলের গলায়। তাদের মধ্যে অন্যতম মায়াবতীর বহুজন সমাজ পার্টি, ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের শাসকদল YSR কংগ্রেস ও দিল্লির শাসকদল আম আদমি পার্টি।

আবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও টুইট করে মোদী সরকারকে এই বিলের ক্ষেত্রে সমর্থন করেন। তেলাঙ্গানার শাসকদল TRS-ও বিলটিকে সমর্থন করেছে ৷

 
তবে NDA-র শরিক JD(U)-র সমর্থন পায়নি সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*