একাধিক প্রাথমিক স্কুল খুললো কাশ্মীরে

Spread the love

কাশ্মীরের কয়েকটি এলাকায় খুললো প্রাথমিক বিদ্যালয় ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব জানিয়েছিলেন, সরকার শিশুদের পড়াশোনার ক্ষতি হোক সেটা চায় না ৷ আর সেকারনেই সোমবার থেকেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ১৯০টি প্রাথমিক স্কুলের মধ্যে আজ খুলেছে ৯৫টি স্কুল। তবে সেগুলিতেও পড়ুয়াদের সংখ্যা খুব বেশি নয়। ইতিমধ্যেই সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে ৷ তাদের জন্য পরিবহনেরও ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে কাশ্মীরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলি ধীরে ধীরে শিথিল করা হয়েছে ৷ তবে অশান্তি হতে পারে এমন জায়গায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ এবং আধাসামরিক বাহিনী ৷ বড় ধরনের হিংসার কোনও ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছে শ্রীনগরে ৷ কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে খবর। মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ যদিও প্রায় ৫০ হাজার ল্যান্ড ফোন চালু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীর পুলিশের এক আধিকারিক বলেন, সোমবার বড় পরীক্ষা। এখনও পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় কোনও ঘটনা ঘটেনি। যেহেতু উপত্যকার বিশাল অংশে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, তাই আমরা আশা করছি পরিস্থিতি শান্তিপূর্ণই থাকবে । প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক স্কুল খোলার পরিকল্পনা সফল হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিও খোলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*