কাশ্মীরে তিন পৃথক এনকাউন্টারে ১৩ জঙ্গি ও ৪ সাধারণ নাগরিকের মৃত্যুর কারনে মঙ্গলবারও স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি প্রশাসন। কোনোরকম ভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ না হয়, সেজন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শিক্ষা দপ্তরের এক আধিকারিক। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখেই স্কুল আবারও চালুর কথা ভাবা হবে বলে জানান তিনি।
পাশাপাশি, আগামীকাল সোপিয়ানের উদ্দেশ্যে মিছিল হবে বলেও জানান ওই জোটের এক মুখপাত্র। তিনি বলেন, জনগণকে আগামীকালের প্রার্থনার পর স্থানীয় মসজিদে সোপিয়ানের মৃত্যুর প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি আজ ১৩ সন্ত্রাসবাদীর মৃত্যুর প্রসঙ্গ তুলে ভারতের বিরুদ্ধে সরব হন।
Be the first to comment