জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একথাই বললো সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত আরও জানায়, জম্মু ও কাশ্মীর খুব স্পর্শকাতর ইস্যু। সুপ্রিম কোর্ট আজ বলে, আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতি ফেরার কামনা করি কিন্তু রাতারাতি কোনও পরিস্থিতি বদলানো যায় না। সরকারের উপর ভরসা রাখতে হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে এবং রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর গত সপ্তাহ থেকেই জম্মু ও কাশ্মীরের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিরোধীরা অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি অনেক জায়গায় সংঘর্ষের অভিযোগ তোলে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে সরকারের তরফে ৫ আগস্ট থেকেই জম্মু ও কাশ্মীরে আছেন অজিত ডোভাল। ডোভালের এই পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টি বিরোধীদের কটাক্ষের সম্মুখীন হলেও প্রশংসিত হয়েছে কাশ্মীরের পুলিশ প্রশাসনে। বিভিন্ন জায়গায় গিয়ে ডোভাল পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷ কখনও রাস্তায় বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ৷ তাঁদের সঙ্গে খাবার খেয়েছেন ৷
এদিকে সোমবার শান্তিতে ঈদ পালন করেছে কাশ্মীরের মানুষ। তবে ১৪৪ ধারা জারি থাকায় ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ঈদ উপলক্ষ্যে প্রশাসন বিশেষ ৩০০টি টেলিফোন বুথ স্থাপন করা হয়।
Be the first to comment