পাকিস্তানের ঐতিহাসিক কাটাস রাজমন্দিরের সরোবরের জল কমছে

Spread the love

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক কাটাস রাজ মন্দিরের পবিত্র সরোয়ারের জল কমে যাচ্ছে। মন্দির কমপ্লেক্সের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকায় পরিবেশ দূষণের কারণে সরোবরের ভূগর্ভস্থ জলের স্তর কমে যাচ্ছে। পাকিস্তানের সুপ্রীম কোর্ট কর্তৃক মন্দির সংলগ্ন সরোবরের উপর দৃষ্টিপাত করায় কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানি জানাতে পারে।
পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক সরকার সরোবরের জলের কম হওয়া নিয়ে বেশ কয়েকটি কারণ তুলে ধরে সুপ্রিমকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার সরকার থেকে একটি প্রতিবেদন চেয়েছিলেন।
রিপোর্টে বলা হয়েছে যে, মন্দির চত্বরে সিমেন্ট ফ্যাক্টরির নিস্কাশিত বর্জ্য থেকে ভূগর্ভস্থ ভরাট হচ্ছে যার ফলে সরোবরের জল শুকিয়ে যাচ্ছে। এ ছাড়াও, পর্যাপ্ত জল সরবরাহ ব্যবস্থা না থাকার কারণে আশেপাশের এলাকার প্রায় সকল ঘরবাড়িগুলি এখানে থেকেই জল সংগ্রহ করে। এলাকাটিতে ইউক্যালিপটাস গাছ লাগানোর পরেও সমস্যা কমেনি।
কাটাস রাজ মন্দিরটির নাম সংস্কৃত শব্দ কটাক্ষ, যার অর্থ অশ্রু। পৌরাণিক মত অনুসারে, স্ত্রী সতীর মৃত্যুর পর ভগবান শিবের চোখের জল থেকে এই সরোবরটি সৃষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*