কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে ৭ অভিযুক্তের মধ্যে ৬ দোষী সাব্যস্ত

Spread the love

কাঠুয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ৬ জনকেই সাজা শোনালো আদালত ৷ মন্দিরের পুরোহিত সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিন জনকে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতের ৷ ঘটনার মাস্টারমাইন্ড মন্দিরের পুরোহিত সনঝি রাম, পুলিশ অফিসার দীপক খাজুরিয়া, পরবেশ কুমার- এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে সঙ্গে বাকি তিন জন দোষী অর্থাৎ এসআই আনন্দ দত্ত, কনস্টেবল তিলক রাজ ও পুলিশকর্মী সুরেন্দ্র কুমারের ৫ বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে পাঠানকোটের বিশেষ আদালত ৷ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল এদের বিরুদ্ধে ৷ অপরাধের ১৭ মাস পরে সোমবার রায়দান করল পাঠানকোর্টের বিশেষ আদালত ৷

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে কাঠুয়ায় 8 বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা নাবালিকাকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেয়। গতবছরের ৩১মে মামলাটি আদালতে ওঠে। প্রায় একবছর ধরে আদালতে দৈনিক শুনানির ভিত্তিতে চলছিল মামলাটি। সোমবার আদালত অভিযুক্ত সাতজনের মধ্যে ছ’জনকে দোষী সাব্যস্ত করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*