বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল কাটোয়া হাসপাতালের মহিলা ওয়ার্ড। তুকতাক করতে গিয়ে অক্সিজেন সিলিন্ডারের আগুনে রোগীর মুখ সহ শরীরের কিছু অংশ পুড়ে গেল। কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডের ঘটনা।
এই ঘটনায় মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তব্যরত নার্সের তৎপরতায় আগুন নেভানো হয়। পেটে ব্যথা নিয়ে কেতুগ্রামের উদ্ধারণপুর গ্রামের একাদশ শ্রেণির পড়ুয়া মঙ্গলবার কাটোয়া হাসপাতালে ভর্তি হয়। মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন কিশোরীর।
আজ সকালে অক্সিজেন চলার সময় কিশোরী জ্ঞান হারালে তার মা স্বপ্না মজুমদার কাপড় পুড়িয়ে নাকে শোঁকাতে গেলে অক্সিজেন সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন থেকে কিশোরীর মুখ সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়।
হাসপাতালের সুপার বলেন,বড় দুর্ঘটনার হাত থেকে হাসপাতাল বেঁচে গেল, রোগীর পরিজনের বিরুদ্ধে পুলিশে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।কর্তব্যরত চিকিৎসক জানায় জ্ঞান ফেরাতে আগুনে পোড়ানো কাপড় দিয়ে কোন কাজ হয় না। চিকিৎসা বিজ্ঞানে এই তত্ত্বের ভিত্তি নেই।
Be the first to comment