করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়, আপাতত রয়েছেন হোম আইসোলেশনে

Spread the love

করোনা আক্রান্ত হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। শরীরে দুর্বলতা রয়েছে। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এখন উজান আগের থেকে ভাল আছেন। জানা গিয়েছে, চূর্ণীও সুস্থ। তবে কিছুদিন পরে তাঁর টেস্ট করা হবে।

কৌশিক নিজে ফেসবুকে লেখেন, ‘শেষ পর্যন্ত আমাকেও ধরল। শুটিংয়ের সময় সব রকম সাবধানতা অবলম্বন করা সত্বেও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। অল্প উপসর্গ রয়েছে। এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছি। চিকিৎসক রাজীব শীল দেখছেন। আমার সংস্পর্শে গত সাতদিনে যাঁরা এসেছেন, তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। মানবতার জয় হবে।’

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কিছুদিন আগে ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিংয়ে বোলপুরে ছিলেন কৌশিক। কিন্তু ছবির শুটিং সম্পূর্ণ করতে পারেননি। তার আগেই কলকাতায় ফিরতে হয় তাঁকে। ওই শুটিংয়ে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। যিনি আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আরও এক অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও করোনা টেস্ট করিয়েছেন বলে খবর।

https://www.facebook.com/kaushik.ganguly.5458/posts/4599136773446662

অন্যদিকে বুধবারই প্রয়াত হয়েছেন টালিগঞ্জের অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান সুকান্ত চক্রবর্তী। তাঁর প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টালিগঞ্জের বহু শিল্পী। সুকান্তের প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। তিনিও ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিংয়ে ছিলেন বলে খবর। টলিউডের করোনা পরিস্থিতি বেশ খারাপ। একের পর এক শিল্পী আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে কতদিন শুটিং চালিয়ে যাওয়া যাবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে যতটুকু কাজ হচ্ছে, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ করার চেষ্টা করছেন সকলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*