৩ মে’র পরেও লকডাউন জারি থাকবে তেলেঙ্গানায়

Spread the love

ক্রমশ বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যে বাড়ছে ক্রমশ করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন রেখেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে চায় তেলেঙ্গানা।

আর সেজন্যে, তিন তারিখ নয়, আগামী ৭ ই মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ তারিখ পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি রাখার ঘোষণা করেছেন। কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রী চান না, বিপদ ডেকে আনতে। তাই সর্বস্তরে আলোচনা করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর রাও। আজ রবিবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রশেখর। সেখানে তিনি জানান, লকডাউনের মেয়াদ বাড়াচ্ছি। ৮ মে শেষ হবে মেয়াদ।

ভাইরাসকে একেবারে সমূলে উপড়ে ফেলতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু লকডাউন বাড়ানোই নয়, ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া হাতে লকডাউনকে মানা হবে বলেও জানিয়েছেন কেসিআর। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, লকডাউনের নিয়মবিধি ‘কঠোর ভাবে প্রয়োগ করা হবে’। আগামী ৫ মে ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন কেসিআর। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ভাইরাস রুখতে প্রয়োজনে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, লকডাউনের নিয়মবিধি চালু থাকা পর্যন্ত জোম‍্যাটো, সুইগির মতো খাবার ডেলিভারি সংস্থার পরিষেবাও বন্ধ থাকবে। তাঁর মন্তব্য, পিৎজা খেতে না পারলে নিশ্চয়ই মরে যাব না আমরা।

শুধু তাই নয়, তাঁর রাজ্যের মানুষকে কড়া ভাবে লকডাউনের সমস্ত নিয়ম, নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি চন্দ্রশেখর রাও আরও জানিয়েছেন, আসন্ন রমজান উপলক্ষ্যেও রাজ্যে কোনও জমায়েতের অনুমতি দেওয়া হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*