তৃণমূল সাংসদ কে ডি সিংয়ের বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করলও ইডি। বৃহস্পতিবার কে ডি সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল ও কে ডি সিংকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জানা যায়, সেই জিজ্ঞাসাবাদের সময়েই ম্যাথু জানান, শুধু অভিষেকই নয়, তৃণমূলের কোন কোন নেতার উপর স্টিং অপারেশন করতে হবে, সে নির্দেশ তাঁকে দিতেন স্বয়ং কেডিই। নারদ স্টিং অপারেশন চালানোর জন্য তাঁকে অর্থও দিতেন কেডি সিং, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের সামনে এমন দাবি করেছেন নারদকর্তা ম্যাথু।
উল্লেখ্য, নারদ স্টিং অপারেশনের বরাত যে তাঁকে কেডি সিং-ই দিয়েছিলেন, এমন দাবি অতীতেও করেছেন ম্যাথু স্যামুয়েল। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর স্টিং অপারেশন করতে বলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কানওয়ার দীপ সিং (কেডি সিং), এমন চাঞ্চল্যকর দাবিই করেছেন নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েল।
Be the first to comment