কেদারনাথ মন্দিরে একসঙ্গে দেখতে পাওয়া গেল রাহুল এবং বরুণ গান্ধীকে। একজন কংগ্রেস তো অন্যজন বিজেপির সাংসদ। তারা সেখানে একসঙ্গেই কেদারনাথ দর্শন করেন। পাশাপাশি তাদের দুজনের মধ্যে বেশকিছু সময় ধরে আলোচনাও হয়। মুখে দুজনে যতই বলুন রাজনীতি নিয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা আবার হয় নাকি ? তবে দুজনের সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা।
ইদানিং গেরুয়া শিবিরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যাচ্ছে না বরুণ গান্ধীকে। সেটা দলের সিদ্ধান্ত বলেই বিজেপি সূত্রে খবর। তবে বরুণ গান্ধী যে গান্ধী পরিবারেরই একজন সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। যদিও রাজনীতির বিষয়টি দুজনেই হেলায় উড়িয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন নেহাতই এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। বিগত বছরেই কংগ্রেসের সাংবাদিক বৈঠকে রাহুল সাফ জানান, দলে যে কেউ আসতে পারে। তবে তাকে বিজেপি এবং আরএসএসের মতাদর্শকে পিছনে ফেলে আসতে হবে। তাই রাহুল-বরুণের এই সাক্ষাৎ নিয়ে প্রমাদ গুনতে শুরু করেছে বিজেপি।
উল্লেখ্য, বিগত তিন দিন ধরে রাহুল গান্ধী কেদারনাথে রয়েছেন। অন্যদিকে বরুণ গান্ধী সম্প্রতই তাঁর পরিবারকে নিয়ে কেদার দর্শনে গিয়েছেন।
Be the first to comment