JNU হামলায় পুলিশের ভূমিকা নিয়ে এবার কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায় পুলিশের কোনও দোষ নেই। কেন্দ্র থেকে নির্দেশ না থাকায় কোনও পদক্ষেপ করতে পারেনি পুলিশ ।
৫ জানুয়ারি সন্ধেবেলা দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । কয়েকজন ছাত্র-ছাত্রীও জখম হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এরপর থেকেই একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয় ছাত্র-ছাত্রীরা । দেশজুড়ে সরকার ও বিরোধী দলগুলির রাজনৈতিক তরজাও অব্যাহত । অভিযোগ উঠেছে ABVP- র কর্মী সমর্থকরাই এই কাজ করেছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশের ভূমিকা নিয়েও সরব হন বিরোধীরা।
এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ কী করত? যদি উপর থেকে নির্দেশ আসে যে আপনাদের হিংসা থামাতে হবে না, আইন-শৃঙ্খলা ঠিক করতে হবে না তাহলে তারাই বা কী করবে ?সবচেয়ে বড় কথা তারা যদি এই নির্দেশ না মানেন, তাহলে সাসপেন্ড হয়ে যাবেন।
Be the first to comment