গত লোকসভা নির্বাচনে দিল্লিতেও সবকটি লোকসভা আসনে জেতে বিজেপি। ধাক্কা খায় কেজরিওয়াল শিবির। কিন্তু, বিধানসভা ভোটে বদলে যেতে চলেছে ছবিটা। সকাল থেকে যা ট্রেন্ড, তাতে রাজধানীতে বড়সড় বিপর্যয়ের মুখে বিজেপি। ৫০টি বা তারও বেশি আসনে এগিয়ে আপ। ১৫টিরও কম আসনে এগিয়ে বিজেপি।
এই ট্রেন্ড দেখার পর থেকেই বিজয় উৎসবে মেতে উঠেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। দিল্লিতে আপের সদর দফতরে চলছে এই বিজয় উৎসব। আর সেই বিজয় উৎসবে বাজি ফাটাতে কর্মী-সমর্থকদের নিষেধ করলেন কেজরিওয়াল। ফলাফলের আগের রাতেই আপ নেতা কেজরিওয়ার পার্টি কর্মীদের জানিয়ে দেন নির্বাচনী সাফল্য আসলেও, তার উদযাপনে যেন বেশি বাজি ফাটানো না হয়।
কারণ, তাতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে পরিবেশে। আর তাতে দিল্লির পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে, আর সেই কারণেই কর্মী সমর্থনকে বাজি না ফাটানোর বার্তা দিয়েছেন কেজরিওয়াল। দিল্লিতে দূষণ অন্য মাত্রা নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক সময়েই অন্ধকারে ঢেকে যায় নয়াদিল্লি। নিঃশ্বাস নেওয়া কার্যত সাধারণ মানুষের কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সাবধানী কেজরিওয়াল। বিজয়ের দিনে কর্মী-সমর্থকদের অতি উৎসাহ যাতে বিপদ না টেনে আনে সেদিকেও সদা সতর্ক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
Be the first to comment