দিল্লির সাংবাদিকদের জন্য আর্থিক প্যাকেজ ও অটো, ট্যাক্সিচালকদের নগদ ৫ হাজার নয়া ঘোষণা কেজরিওয়ালের

Spread the love

দেশজুড়ে লকডাউনের ফলে গণপরিবহণ বন্ধ। আর তাই সমস্যায় পড়েছেন ট্যাক্সি ও অটোচালকরা। এই ট্যাক্সি ও অটোচালকদের সাহায্য করতে এগিয়ে এল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, রাজধানীর সব ট্যাক্সি ও অটোচালকদের মাসে ৫ হাজার টাকা করে দেবে তাঁর সরকার।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সরকারের পরবর্তী পরিকল্পনার কথা জানাচ্ছিলেন কেজরিওয়াল। সেখানেই তিনি বলেন, “দিল্লি সব ট্যাক্সি ও অটোচালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু সমস্যা হল প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকারের কাছে নেই। তাই আমাদের ১০ দিন সময় দিন। তার মধ্যেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।”

এছাড়া প্রতিদিন শহরের ১০ লক্ষ মানুষকে দু’বেলা খাবার দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। এর আগে কেজরি বলেছিলেন দিল্লিতে যে শ্রমিকরা বাড়ি ভাড়া দিতে পারছেন না, তাঁদের বাড়ি ভাড়াও সরকার দিয়ে দেবে।

এই মুহূর্তে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২১৯। তার মধ্যে নিজামুদ্দিনের মসজিদে জমায়েত থেকে ১০৮ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে। এই ঘটনায় চিন্তায় রয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যেই ওই জমায়েতে অংশ নেওয়া যতজনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে।

কেজরিওয়াল জানিয়েছেন, “এখনও পর্যন্ত ২৩৪৬ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। সেই তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই জমায়েত থেকে আর কার কার শরীরে এই ভাইরাস ছড়িয়েছে, সেটাই ভাবাচ্ছে প্রশাসনকে।”

এই মুহূর্তে দিল্লিতে ২৯৪৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরও ২১ হাজার ৩০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। দিল্লি সরকার জানিয়েছে, যাঁরা কোয়ারেন্টাইনে আছেন, প্রত্যেকের ফোনের লোকেশনে নজর রাখা হচ্ছে। কেউ যেন কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে না বের হন, সেদিকে নজর রাখছে সরকার।

পাশাপাশি করোনার মোকাবিলায় দিল্লীর সাংবাদিকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*