দিল্লির উপ রাজ্যপালের সঙ্গে আইনি লড়াইয়ে জয় হল অরবিন্দ কেজরিওয়ালেরই

Spread the love

দিল্লির উপ রাজ্যপালের সঙ্গে আইনি লড়াইয়ে জয় হল অরবিন্দ কেজরিওয়ালেরই। সুপ্রিম কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, এখন থেকে অনুমোদনের জন্য দিল্লি সরকারকে উপ রাজ্যপাল অনিল বৈজালের কাছে ফাইল পাঠাতে হবে না। তাদের কাজও আটকানো চলবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সংবিধান বেঞ্চ জানিয়েছে, উপ রাজ্যপাল বাধাসৃষ্টিকারী হিসেবে কাজ করতে পারেন না। বিচারবিভাগীয় ও আধা বিচারবিভাগীয় বিষয় ছাড়া তাঁর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। তাঁকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি এ এম খানউইলকর এই রায়ে সম্মতি জানিয়ে বলেছেন, মন্ত্রিসভার সব সিদ্ধান্ত উপ রাজ্যপালকে জানাতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর সম্মতির কোনও প্রয়োজন আছে। উপ রাজ্যপালকে মনে রাখতে হবে, সরকারকে উত্তর দিতে হয় জনগণকে। সংবিধান অনুযায়ী এখানে চূড়ান্ত ক্ষমতা বলে কিছু থাকতে পারে না। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এই জয় দিল্লির মানুষের, গণতন্ত্রের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেছেন, কংগ্রেস ১৫ বছর দিল্লিতে সরকার চালিয়েছে। কিন্তু কোনও সংঘাত হয়নি। উপ রাজ্যপাল ও দিল্লির সরকারকে একসঙ্গে কাজ করতে হবে, মন্তব্য। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির। এর আগে দিল্লি হাইকোর্ট উপ রাজ্যপালকে প্রশাসনিক প্রধান হিসেবে রায় দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*