দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি শুক্রবার টুইট করেন, প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷
দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন। তিনি টুইট বার্তায় লেখেন, ‘খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে। বৃহস্পতিবার দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন। সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভপ্রকাশ করেছেন।
রাজধানীতে গত কয়েকদিন ধরে বাতাসের গুণগত মান বিপজ্জনক হয়ে উঠেছে। পঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (PRSC)-র মতে, এবছর খড় পোড়ানোর পরিমাণ বেড়েছে। PRSC-এর ACM বিভাগের প্রধান অনিল সুদ বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের রেকর্ড অনুযায়ী আগুনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে ৷ এখনও পর্যন্ত মোট ৩৪৬৬ টি ঘটনা ঘটেছে। গত বছর, ২১ অক্টোবরের মধ্যে ২৫৭৫ টি ঘটনা ঘটেছে।
অতিরিক্ত এই দূষণের কারণে বেসরকারি ও সরকারি স্কুলগুলিতে ৫০ লাখ মাস্ক বিলি করা হয়েছে বলেও জানিয়েছেন অরবিন্দ ৷ প্রয়োজনে সেই মাস্কগুলি ব্যবহারের জন্যও আবেদন জানিয়েছেন তিনি ৷
Be the first to comment