আজ সুপ্রিমকোর্টের তরফ থেকে জামিনে ছাড়া পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

শুক্রবার সুপ্রিমকোর্ট থেকে অবশেষে জামিন পেলেন আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর ভোটের মধ্যে তাকে কয়েকদিনের জন্য জামিন দেওয়া হয়েছিল। এবং এরপর ২১ শে মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিহার জেলে বন্দী ছিলেন। এবার তিনি সিবিআই এর মামলায় জামিন পেলেন।
এর আগে সিবিআই এর তরফ থেকে কেজরিওয়ালের জামিন পেতে বেশ অসুবিধাই হয়েছিল। কারণ সিবিআই এর তরফ থেকে সমস্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। জামিনের জন্য তাকে হাইকোর্টে যেতে হবে এমনটাই তাদের বক্তব্য ছিল। সিবিআই কেজিওয়ালে জামিন আটকাতে বেশ জোর কদমে লড়াই করে গেছেন।

কেজিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংগভি বক্তব্য করেছিলেন , সিবিআই কেন তার জামিন আটকাচ্ছেন, একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কি সম্পূর্ণ দেশের দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়া কি সম্ভব? তাছাড়া তার কথায় দুর্নীতি কাণ্ডে বেশিরভাগ অভিযুক্ত জামিন পেয়ে গেছেন, তাহলে তার ক্লায়েন্টের কেন জামিন হবে না ।এই প্রশ্ন কেজিওয়ালের আইনজীবী তরফ থেকে উঠে আসে। অবশেষে সুপ্রিমকোর্ট শুক্রবার জামিন দেওয়ার সময় বলেছেন দীর্ঘদিন এইভাবে কাউকে জেলবন্দি করে রাখা যায় না এবং তা স্বাধীনতার বঞ্চনার সমান।
তবে শুক্রবার সুপ্রিম কোর্ট কেজিওয়াল কে জামিন দিয়েছেন কিছু শর্ত উপর ভিত্তি করে। শর্ত অনুযায়ী কেজিওয়াল জেল থেকে বেরিয়ে কোনো রকম ভাবে কোন পেপারে সই সাবত করতে পারবেন না। এবং তিনি অফিসেও যেতে পারবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*