আইনি জটিলতায় ফাঁসলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Spread the love

ধর্না নিয়ে আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারো বাসভবন কিংবা অফিসে ঢুকে এভাবে ধর্মঘট করা যায়না। তাই প্রায় এক সপ্তাহের এই ধর্নাকে অসাংবিধানিক আখ্যা দিল দিল্লি হাইকোর্ট। সোমবার এই নিয়ে হাইকোর্টে একটি পিটিশন দায়ের হয়। সেই শুনানিতেই নিজস্ব পর্যবেক্ষণ জানায় আদালত।

এদিকে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে রবিবার রাতে হাসপাতালে হোমে ভর্তি করা হয়েছে। তিনি উপ রাজ্যপাল অনিল বৈজালের অফিসে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, স্বাস্থ্যের অবনতির জন্যই সত্যেন্দ্রকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপ রাজ্যপালের সঙ্গে আপ নেতাদের সংঘাত মেটেনি। সোমবার তাদের ধরনা সপ্তম দিনে পড়ল। সত্যেন্দ্রর রক্তচাপ, ডায়েবিটিসের সমস্যা রয়েছে। তিনি মঙ্গলবার থেকে অনশন শুরু করেন। কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া, গোপাল রাই এখনও উপ রাজ্যপালের অফিসেই আছেন। তাদের দাবি, আইএএস অফিসারদের ধর্মঘট তোলার জন্য উপ রাজ্যপালকে নির্দেশ দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*