গোটা রাজ্যবাসীর প্রেরণা হয়ে উঠেছেন কেম্পাইয়া হোন্নাইয়া

Spread the love

বহু প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়েও হাল ছাড়েননি তিনি। দৃষ্টিশক্তি না থাকলেও মনে রয়েছে অদম্য জেদ। তারপর এমন এক বন্ধু পেলেন যাঁর হাত ধরে তিনি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন। হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের প্রথম দৃষ্টিহীন আইএএস। আর সেই বন্ধু বর্তমানে তাঁর জীবনসঙ্গিনী। তিনি কেমপা হোন্নাইয়া।

তিনি জন্মগ্রহণ কর্ণাটকে। যখন তিনি ক্লাস থ্রির পড়ুয়া, ওই সময়ে হারিয়ে ফেলেন চোখের দৃষ্টি। মহীশূরে দৃষ্টিহীনদের কলেজে পড়ার পর কন্নড় সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। এরই মধ্যে বাসস্ট্যান্ডে আলাপ হয় অচিন্ত্যার সঙ্গে। তাঁর সাহায্যেই বার বার সিভিল সার্ভিস পরীক্ষা দিতে থাকেন। একাধিকবার অকৃতকার্য হলেও জেদ চেপে যায়। শেষ পর্যন্ত ২০১৬ সালে সফল হন সেই পরীক্ষায়। ইতিমধ্যেই ২০০৯ সালে বিয়ে করেছিলেন অচিন্ত্যাকে। এখন তাঁদের দুই ছেলে। 

কেমপা এখন পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনে কর্মরত। তাঁর এই জেদ, অধ্যাবসায় এবং সাফল্য আমাদের রাজ্য তো বটে, সারা দেশেই প্রেরণা হয়ে উঠেছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*