কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপের ফাইনালে পৌঁছে গেলো সুনীল অ্যান্ড কোং। এদিনের ম্যাচে ২টি গোল করেন অধিনায়ক নিজেই। ম্যাচের শুরু থেকে বিপক্ষের গোলে বারবার আক্রমণ শানালেও গোল পাচ্ছিল না ভারত। আর সেকারনেই প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগায় কনস্ট্যানটাইনের ছেলেরা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। এরপর ৭১ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান জেজে লালপেখলুহা। হোলিচরণ নার্জারির ক্রস কেনিয়ার ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায়, তা চলে যায় জেজের কাছে। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পাহাড়ি এই ফুটবলার। ডানপায়ের জোরালো শট জালে জড়িয়ে দেন তিনি।
এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ছেত্রী। বলবন্ত সিংহের ক্রস নিয়ে মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে কেনিয়ার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন ভারতীয় দলের অধিনায়ক। আগামী বৃহস্পতিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।
Be the first to comment