প্রবল বর্ষণে ভাসছে কেরল, মৃত অন্তত ২০

Spread the love

প্রবল বর্ষণে ভাসছে কেরল। ধস নেমে মারা গিয়েছেন অন্তত ২০ জন। ইদুক্কি জেলাতেই মারা গিয়েছেন ১০ জন। পাঁচজন মালাপ্পুরমে, দুজন কান্নুরে এবং একজন ওয়াইনাদ জেলায় মারা গিয়েছেন। পালাক্কার, ওয়াইনাদ ও কোঝিকোড় জেলায় অনেকে নিখোঁজ।

ইদুক্কির আদিমালি অঞ্চলে বাড়ি ভেঙে একই পরিবারের পাঁচজন মারা গিয়েছেন। বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে দুজনকে। কোঝিকোড়ে গিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম। ইদুক্কি আর ওয়াইনাদ জেলায় ত্রাণ চালানোর জন্য সেনাবাহিনী চেয়েছে রাজ্য সরকার। কোঝিকোড়, ওয়াইনাদ, পালাক্কার, ইদুক্কি, মাল্লাপুরম ও কোল্লামে স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
এর্নাকুলাম জেলায় ইদমালায়ার বাঁধ ও কোঝিকোড়ে কাক্কায়াম বাঁধ থেকে জল ছাড়া হয়েছে বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় অফিসাররা ইদুক্কি বাঁধ থেকেও জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*