ভিন্ রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্য়ু হল এ রাজ্যের এক যুবকের। কেরলের ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রাণ দিলেন নদিয়ার বছর উনিশের যুবক দিলওয়ার মল্লিক।
নাকাশিপাড়র বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের চৌমুহা গ্রামের বাসিন্দা দিলওয়ার এ বছরই উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন। বিএ প্রথম বর্ষে ভর্তিও হয়েছিলেন। কিন্তু টানাটানির সংসারে রোজগারের খোঁজে পাড়ি দিয়েছিলেন কেরলে। চার মাস আগে সেখানে এক কোঝিকোড়ে এক ঠিকাদারের অধীনে কাজে যোগ দেন দিলওয়ার।
কেরলে বন্যার কারণে বেশ কিছুদিন ধরেই উৎকণ্ঠায় ছিল তাঁর পরিবার। গত বুধবার পরিবারের সঙ্গে শেষবার তাঁর ফোনে কথা হয়েছিল। দিলওয়ারের মায়ের অভিযোগ, বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ঠিকাদার জোর করে তাঁদের কাজে যেতে বলেছিলেন। অভিযোগ, একটি নির্মীয়মান বাড়ির উপরে কাজ করার সময় হাত ফস্কে নিচে জলে পড়ে যান তিনি। বন্যার কারণে স্বভাবতই জলের স্তর বাড়ছিল বিভিন্ন এলাকায়। জলে ডুবেই মৃত্য়ু হয় তাঁর।
শনিবার দিলওয়ারের বন্ধুরা তাঁর বাড়িতে ফোন করে জানান, বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে দিলওয়ারের। পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে ভেঙে পড়ছে তার পরিবারের লোকজন। এলাকাতেও শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, রবিবার দেহটির ময়নাতদন্ত করা হবে।
Be the first to comment