করোনা সংক্রমণের জেরে মৃত্যুর ঘটনা ঘটল কেরলে। শনিবার সকালে ৬৯ বছর বয়েসি এক করোনা সংক্রমিত বৃদ্ধের মৃত্যু হয়েছে কোচির এক হাসপাতালে। এটিই কেরলে করোনার জেরে প্রথম মৃত্যু।
কেরল স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বৃদ্ধ সাম্প্রতিক অতীতেই দুবাই থেকে ফিরেছেন। ২২ মার্চ তিনি শরীরে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর রক্তচাপ জনিত সমস্যা ছিল। সম্প্রতি হার্ট সার্জারিও হয়েছিল।
২২ মে ওই ব্যক্তি এই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তিনি যে বিমানে দেশে ফিরেছিলেন তার অন্য যাত্রীদের পর্যবেক্ষণের অধীনে আনা হয়য। পর্যবেক্ষণের অধীনে রয়েছে মৃত ব্যক্তির আবাসনের সব বাসিন্দাও। এ দিন তাঁর সৎকারকার্যে ১০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না।
কেরলে এ যাবৎ করোনায় আক্রান্ত ১৭৩ জন। ৯ জন আ্রক্রান্তের সন্ধান মিলেছে শুক্রবারই। আক্রান্তরা সকলেই চিকিৎসকের পর্যবেক্ষণাধীন থাকলেও মৃত্যু হয়নি কোনও রোগীর। এই প্রথম সেই ঘটনাই ঘটল।
Be the first to comment