ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে কেরল; মারা গেছে বহু মানুষ

Spread the love

ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মুখে কেরল। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। মারা গিয়েছেন ২০ জন। দুর্ঘটনার আশঙ্কায় কোচি বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে রবিবার পর্যন্ত। আগামী দু’দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহওয়াবিদরা।

জানা গেছে শুক্রবার রাজ্যের প্রতিটি শিক্ষায়তন বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেনাবাহিনী ও বায়ুসেনার সাহায্য চেয়ে পাঠিয়েছেন। গত কয়েকদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ওয়ানাড়ে। বহু জায়গায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মেপ্পাডি অঞ্চলে কাদার ধস নেমে অনেকে আটকে পড়েছিলেন। এনডিআরএফের কর্মীরা সেখান থেকে ৫৪ জনকে উদ্ধার করেছেন। শুক্রবার রাজ্যে মারা গিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ওয়ানাড়ে। এছাড়াও ইদুক্কিতে দু’জন ও মালাপুরমে একজন মারা গিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*