চারিদিকে জল। কিন্তু সঙ্কট পানীয় জলের। কেরলের বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে পুনে থেকে একটি বিশেষ ট্রেন গেল কেরলের উদ্দেশে। যাতে রয়েছে ১৪.৫ লক্ষ লিটার জল।
শনিবার বিকেলে মহারাষ্ট্রের পুনে থেকে ২৯টি ওয়াগনের এই ট্রেন রওনা দেয় কেরলের দিকে। রেল সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলের মধ্যেই কায়ামকুলাম পৌঁছবে এই ট্রেন।
কেরলের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। দেড় লক্ষের বেশি মানুষের ঠাঁই হয়েছে দু’হাজারের বেশি ত্রাণ শিবিরে। রবিবার সকাল অবধি বৃষ্টি হচ্ছে কেরলে। ইদুক্কি, এর্নকুলাম জেলায় ভূমিধসের ফলে বেশ কিছু মহল্লা মাটিতে মিশে গিয়েছে।
শনিবারই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন তিনি। কেরলের জন্য অর্থ দানের চ্যালেঞ্জ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
Be the first to comment