অমানবিক ‘মা’

Spread the love

ছেলেকে পুড়িয়ে মারার অপরাধে গ্রেপ্তার মা। কেরালার কোল্লাম জেলার কুন্দারার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম জিতু জব। ক্লাস নাইনের ছাত্রের সঙ্গে প্রতিদিনই তাঁর মায়ের কোনও না কোনও বিষয়ে ঝগড়া লেগেই থাকতো। বাচ্ছা ছেলের দুরন্তপনায় অস্থির হয়ে উঠেছিলো মা। আর যার জেরেই প্রাণ গেলো জিতুর।

কেরলের কোল্লাম জেলাতেই স্বামী জন এবং ছেলে জিতুর সঙ্গে থাকত অভিযুক্ত মা বছর ৪২ এর জয়া মোল। গত সোমবার থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় জিতু। অনেক খোঁজাখুজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মা জয়ার উপরে। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি অগ্নিদগ্ধ দেহের খোঁজ পায় পুলিশ। পরে দেহ ছেলে জিতুর বলেই সনাক্ত করেন তাঁর বাবা জন জব। এর পরই জয়ার উপর সন্দেহ আরও জোরালো হয় পুলিশের। পরে পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, সোমবার বিকেলে ঠাকুমার বাড়িতে যায় সে। এরপর বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলতে রান্নাঘরে ঢোকে। সেই সময় সে এমন কিছু কথা বলে যাতে জয়া মল রেগে যান। আর রাগের মাথায় ছেলের গলায় ওড়নার ফাঁস জড়িয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে মা।

এরপর ছেলের মৃতদেহ টেনে নিয়ে যান বাড়ির পিছনের বাগানে। সেখানেই পুড়িয়ে দেন মৃতদেহ। দেহের যে অংশ পোড়েনি তা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফেলে দিয়ে আসে মা জয়া। পরে মৃতদেহটি ময়নাতদন্তের পর জানা যায়, শ্বাসরোধ করে খুন করার পর ছেলের দেহ থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর মৃতদেহটিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। যদিও পরে পুলিশি জেরার মুখে পড়ে সব অপরাধ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মা জয়া মোল। অভিযুক্ত জয়া যে মানসিক ভারসাম্যহীন, সেকথা পুলিশকে জানিয়েছে তাঁর স্বামী জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*